জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন   |   সারাদেশ

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


শামীম আলম (জামালপুর) : প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে" এই শ্লোগানে জামালপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে শহরের সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শহিদ উল্ল্যাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান ও জেলা বাপার সদস্য সাংবাদিক এম এইচ মোল্লা,জেলা বাপা'র সহ-সভাপতি ডা. মো: মনিরুজ্জামান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সাজ্জাদ হোসেন, সম্মাননা প্রাপ্ত আতিকুর রহমান লুইস, রমজানা ইয়াসমিন মিনা প্রমূখ।


বক্তারা পরিবেশের বিপর্যয় রোধ করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ করতে ও বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন।


পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জামালপুর এর উদ্যোগে জেলার ১০ জনকে পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও 

সারাদেশ এর আরও খবর: